Swapno Duchokhe l স্বপ্ন দু চোখে l Bengali Music Video l Pallab Mondal l Original
Swapno Duchokhe l স্বপ্ন দু চোখে l Bengali Music Video l Pallab Mondal l Original
Swapno Duchokhe l স্বপ্ন দু-চোখে l Bengali Music Video l Pallab Mondal l Original
স্বপ্ন দু-চোখে…” স্বপ্নের দু-চোখ নিয়ে প্রকৃতি প্রেমে নিজেকে মেলে ধরা, এই গান আমাদের ভাসিয়ে নিয়ে যাবে গভীরে। যেখানে নিজেকে একান্তে মেলেধরা যায়। পল্লব মন্ডলের সুর আর কথার বাঁধন আরো নিপুন করে মেলে তুলেছে মাধুরী দে ‘র গলার স্বর!
🚩গানের লাইন স্বপ্ন দুচোখে খোঁজে তোমাকে নিরবে, শুধু, তোমাকে ডাকছে পাহাড় ঝরনা বাহার আমাকে, ওই পাখির কুজনে স্বপ্ন দু-চোখে খোঁজে তোমাকে নিরবে ,শুধু তোমাকে…..
নীলে নীল ঘন নীলকত নীল… কাটছে না দিন গুনে,কাটছে না দিন ও রঙে রঙ কত রঙমনে রঙ, তার ছবি রঙে রঙ তুলি, আঁকি সারাক্ষন মনের ক্যনভাসে চোখের আড়ালে, জল ছবি হয়ে ভাসে স্বপ্ন দুচোখে খোঁজে তোমাকে নিরবে শুধু তোমাকে…. ডাকছে পাহাড় ঝরনা বাহার, আমাকে….ওই পাখির কুজনে
সুরে সুর গানে গান কত গান লিখেছি আমি যে গান শোনাবো তাই… দিন যায়, চলে যায়, কত দিন সময়ের ছাঁয়া কুড়িয়ে খুঁজে যাই প্রতিদিন একি ছলনা তাঁর মন বোঝেনা আর, আবছয়া হয়ে মিশে যায়
স্বপ্ন দুচোখে খোঁজে তোমাকে নিরবে শুধু তোমাকে…. ডাকছে পাহাড় ঝরনা বাহার, আমাকে….ওই পাখির কুজনে স্বপ্ন দুচোখে খোঁজে তোমাকে নিরবে শুধু তোমাকে….(৪)