Prajapati Dana Mele l প্রজাপতি ডানা মেলে l New Bengali Modern Song l Pallab Mondal
Prajapati Dana Mele l প্রজাপতি ডানা মেলে l New Bengali Modern Song l Pallab Mondal
ব্যস্তভড়া শহরে কেউ থাকেনা কথা বলার কিন্তু নিঃস্পাপ চোখ দিয়ে যদি প্রকৃতির দিকে তাঁকাই প্রজাপতি গুলো মনে হবে নিজের সাথে খেলছে, প্রকৃতির সবটাই নিজের এই আকাশ, বাতাস, কাশ বোন সব টাই। পূজোর মসরুমে নিজেকে অন্য জগতে পদার্পণ করাবে। সেই কথা ও সুরে যাদু বুলিয়েছে পল্লব মন্ডল আর জীবন্ত করে তুলেছে অম্রিতা। *গানের লাইন প্রজাপতির ডানা মেলে আকাশে উড়ছে দেখো। কত রং ছড়িয়ে ফুলের সুরভী মেখে খেলছে দেখো রামধনু সাত রঙে রঙের বাহার বিলিয়ে আকাশ নিলাভ কে যেন জলছবি আকছে তাতে।২ ঝিরিঝিরি হাওয়া তে দোলে কাশফুল শনশন বাতাসে বইছে নদী কুল।।২।। ঝাকে ঝাকে পাখিরা একসাথে উড়ে চলে যায় নেই বাধা কোনো নেই বাধা বাঁধনহারা অজানায়-অচেনায় অসীম হারায়। প্রজাপতির ডানা মেলে আকাশে উড়ছে দেখো। কত রং ছড়িয়ে ফুলের সুরভী মেখে খেলছে দেখো রামধনু সাত রঙে রঙের বাহার বিলিয়ে আকাশ নিলাভ কে যেন জলছবি আকছে তাতে। সবুজের রঙে আজ ভরেছে সবুজ মৌমাছি গুন গুন গাইছে সুমধুর।।২। ছুটে ছুটে দল ছুটে ছুটে গানের ভেলায় এলোমেলো সব এলোমেলো দিশেহারা পথ ভুলে আর ফিরবে না তারা। প্রজাপতির ডানা মেলে আকাশে উড়ছে দেখো। কত রং ছড়িয়ে ফুলের সুরভী মেখে খেলছে দেখো। রামধনুর সাত রঙে রঙের বাহার বিলিয়ে আকাশ নিলাভ কে যেন জলছবি আকছে তাতে।।