সম্প্রতি সারেগামাপা খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে মুক্তি পেয়েছে ‘তোর ঠিকানায়’। যা ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে শ্রোতাদের। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই গান। আনন্দে-হাসি-কান্নায়-প্রেমে-বিষাদে-বিরহে আমাদের একটাই সাথী, আর তা হল গান। আর যে কারও মন নিমেষে ভালো করে দেবে এই গান।
শোভনের গাওয়া ‘তোর ঠিকানায়’ গানটির কথা ও সুর পল্লব মণ্ডলের। পল্লব কলেজে পড়ার সময় থেকেই স্বপ্ন দেখতেন তাঁর লেখা গান গাইবেন সঙ্গীত জগতের নামী শিল্পীরা। ২০২০ সালে পল্লবের লেখায় স্বনামধন্য শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আটলান্টিস মিউসিক থেকে মুক্তি পায় বাংলা গান “ভালোবাসা আজও বেঁচে আছে”। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল Pallab Music থেকে গত একবছরে মুক্তি পেয়েছে তাঁরই সুরে ও কথায় ১৭টির বেশি গান। গেয়েছেন রূপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায়, দুর্নিবার সাহা, রাহুল দত্ত-সহ প্রমুখরা।