Bristi Tapur Tupur | বৃষ্টি টাপুর টুপুর | Raghab Chattopadhyay | New Bengali Modern Song | Romantic | Pallab Music
প্রেমের একমাত্র যাপনকাল বর্ষা। হঠাৎ শ্রাবনের বর্ষা আমাদের যে যে অনূভুতি জাগিয়ে তুলতে পারে তাই নিয়ে এই গানের সুর বাঁধা, পল্লব মন্ডলের গানের কথার প্রতিটি লাইন আমাদের সেই শিহরন জাগিয়ে তুলবে, তার এই কথা ও সুর কে আরো জীবন্ত করে তুলেছে আমাদের প্রিয় রাঘব চট্টোপাধ্যায় । তাঁর স্বর এই গান কে আরো প্রানবন্ত করে তুলেছে। একটা বৃষ্টির মূহুর্ত এই গান আমাদের নিজেদের প্রেম ও একাকিত্বের উৎযাপন করাবে, কথা দিলাম।। *গানের লাইন বৃষ্টি টাপুর টুপুর, ঝরে পড়ছে (২) মেঘলা দিনে আজ মন ভিজে গেছে উড়ে এসে দমকা বাতাস রোদকে দিয়ে গেলো ফাঁকি টিপটিপ টিপটিপ বৃষ্টি টুপ টাপ ঝরে পড়ছে বৃষ্টি টাপুর টুপুর ঝরে পড়ছে মেঘলাদিন আজ সারাটাদুপুর কালোছায়া ঘিরে আজ – নদীরদূকুল রং তুলি আঁকা ওই ক্যনভাসে জলছবি উঁকিমারে ভেজা স্লেটে কাগজের নৌকায় ভাসিয়ে দিলাম মনের গোপন কথা হৃদয়ের ব্যথা টিপটিপ টিপ টিপ বৃষ্টি টুপটাপ ঝড়ে পরছে তামসী বর্ষায় একলা ঘরে— কাটেনা প্রহর গুনে শীতল শরীরে বৃষ্টির জলকে ছুঁতেচাই মন ভিজতেচাই এই, বেহায়া মন ভিজে যাওয়া আয়নায়, চেনা যায়না মুখোসের আড়ালে ঢাকা বৃষ্টির ফোঁটা টিপটিপ টিপ টিপ বৃষ্টি টুপটাপ ঝরে পড়ছে বৃষ্টি টাপুরটুপুর ঝরে পড়ছে— টিপ টিপ টিপ টিপ বৃষ্টি টুপ টাপ ঝরে পড়ছে— (২)
Bristi tapur tupur, jhore porchhe (2) Meghla dine aaj mon bhije gachhe Ure ase domka batas rodke diye gelo phanki Tiptip tiptip bristi tup taap jhore porchhe Bristi tapur tupur, jhore porchhe Meghladin aaj sarata dupur Kalo chhaya ghire aaj – nodir dukul Rang tuli aanka oi canvase Jolchhobi unki maare bheja slate-e Kaagojer noukai bhasiye dilam Moner gopon katha hridoyer byatha Tiptip tiptip bristi tup taap jhore porchhe Bristi tapur tupur, jhore porchhe Tamosi borshai akela ghore – Kaate na prohor gune shitol shorire Bristir jolke chhunte chai mon Bhijte chai aei behaya mon Bhije jaoa ainai, chena jai na Mukhosher arale dhaka brishtir phonta Tiptip tiptip bristi tup taap jhore porchhe Bristi tapur tupur, jhore porchhe – Tiptip tiptip bristi tup taap jhore porchhe (2)